কাসাপের কেন্দ্রীয় কমিটি গঠন
জাতীয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবিন প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও গীতিকবি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল খান ইউসুফীর পরিচালনায় ও কথাশিল্পী খন্দকার আতিকের উপস্থাপনায় গত শুক্রবার (৭ জুন) বাশিকপ মিলনায়তনে ১২৫ তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে অনুষ্ঠিত হলো একাদশ জাতীয় সাহিত্য উৎসব-২০২৪।
অনুষ্ঠানে ছিল সাহিত্যের আলোচনা-কবিতা-ছড়া-পুঁথিপাঠ, জাতীয় সাহিত্য সম্মাননা ও কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা প্রদান এবং কাসাপের কেন্দ্রীয় কমিটি ২০২৪-২৫ ঘোষণা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সত্তরের অন্যতম কবি ও গবেষক ফরিদ আহমদ দুলাল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক ছড়াশিল্পী রহীম শাহ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সংগঠনের প্রধান উপদেষ্টা কবি আবুল বাসার সেরনিয়াবাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি স.ম.শামসুল আলম, কবি ও অনুবাদক ইউসুফ রেজা, কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কবি ও উপন্যাসিক অধ্যাপক আ.ফ.ম আফজাল হাসান।
স্বাগত বক্তব্য সিনিয়র সহসভাপতি কবি ডা. আতিয়ার রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শিশুসাহিত্যিক নূরুদ্দীন শেখ ও কবি গাজী মাজহারুল ইসলাম, ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কবি শিপন হোসেন মানব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শামীমা আক্তার শিউলী, পশ্চিমবঙ্গ ভারতের কবি দেবিকা বন্দ্যোপাধ্যায়।
জাতীয় কবির কবিতা আবৃত্তি করেন আবৃত্তিজন কবি মাহমুদুল হাসান, আবৃত্তিজন কবি শিমুল পারভীন, আবৃত্তিজন কবি মাসুম আজিজুল বাসার, কথা ও কবিতা পাঠ করেন, কবি পুলক কান্তি ধর, কবি আনিসুল হক হীরা, কবি দেলোয়ার হোসেন রাতুল, কবি মেজবাহ মুকুল, কবি তারিক সজীব, কবি শাহাজাদা সেলিম, কবি আব্দুর গনি ভূইয়া, এড. নাজিব হামিদ, মনির হোসেন, কাজী শাহানারা ইয়াছমিন, তাছলিমা আক্তার, নাইমা শিরিন, এডভোকেট ফারহাত, তাজবীর আহমেদ প্রত্যয়, মো. লাভলু হোসেন, শাহিনা চৌধুরী, নাজমুল হোসাইন, শিল্পী মো: মনির হোসেন, গল্পকার মো: আব্দুর রউফ।
নৃত্য পরিবেশন করে জান্নাতুল আদন অর্পা। অনুষ্ঠানের শুরুতেই নজরুলকে নিবেদিত পুঁথিপাঠ করেন পুঁথিসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফী। অনুষ্ঠানে জাতীয় সাহিত্য সম্মননা-২০২৪ প্রাপ্তরা হলেন প্রফেসর ডক্টর ফকীর আব্দুর রশীদ, সূফী দর্শন গ্রন্থ প্রণেতা: থিসিস গ্রন্থ: বাংলায় সূফী তত্ত্বের স্বরূপ। কবি মিলি বসাক, কাব্যসাহিত্যে অবদানের জন্য। যাকির সাইদ, ‘সামারা ফুল কানে মোতির দুল’ ছড়াগ্রন্থের জন্য। কবি আরেফিন রব ‘বুকের ভেতর শেখ মুজিব’ ছড়াগ্রন্থের জন্য। সৈয়দা মেহেরুন নেছা ‘লাল সবুজের দেশ’ কাব্যগ্রন্থের জন্য। শফিকুন্নেছা হেলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য। শাহীনা নাজনীন এ্যানী, কবি ও সংগীতশিল্পী।
কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৪ পেয়েছেন, ড. আজিজুল আম্বিয়া, গবেষণায় বিশেষ অবদানের জন্য। মো: মেহেবুব হক, কবিতায় আধ্যাত্মীকতা প্রণয়নে বিশেষ অবদানের জন্য। হুমায়ুন কবীর হিমু, কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য। আ.ফ.ম আফজাল হাসান, কবিতায় বিশেষ অবদানের জন্য। শিমুল পারভীন, কবি ও আবৃত্তিশিল্পী। মেডেল, উত্তরীয় ও অভিনন্দনপত্র গ্রহণ করে বিশেষ সম্মাননায় ভূষিত হন কবি শিপন হোসেন মানব, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি শফিকুর রহমান বিক্রমপুরী, কবি উম্মে হাবীবা সূচনা, কবি মোতাহের হোসেন সরকার, কবি অধরা ইসলাম, কবি শ ম রশীদ আল কামাল, কবি আবুল কালাম আজাদ, কবি সৈয়দা হাবীবা মুস্তারীন, কবি দুলালী হক, কবি রোকসানা মহুয়া, কবি মেহনাজ নাসরিন শীলা, কথাশিল্পী শেখ নাভীদ আঞ্জুম পরাগ।
অনুষ্ঠানে ৪ জেলার সভাপতির নাম ঘোষণা করে মেডেল পরিয়ে অভিনন্দিত করা হয়, মুন্সিগঞ্জ জেলা সভাপতি কবি যাকির সাইদ, রাজবাড়ী জেলা সভাপতি কবি শ ম রশীদ আল কামাল, কুমিল্লা জেলা সভাপতি কবি আবদুল কাইয়ূম, ফরিদপুর জেলা সভাপতি কবি রোকন উদ্দিন। কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ২০২৪-২৫ ঘোষণা করা হয়। যথাক্রমে- কবি মেহেবুব হককে সভাপতি, কথাশিল্পী খন্দকার আতিকে সাধারণ সম্পাদক, কবি শিবির আহমদ লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।
সভাপতি : কবি মো: মেহেবুব হক
প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি : জালাল খান ইউসুফী
সিনিয়র সহসভাপতি : কবি ডা. আতিয়ার রহমান
সহসভাপতি : কবি সুফিয়া বেগম
শিপন হোসেন মানব
কবি আ ফ ম আফজাল হাসান
কবি আনোয়ারুল ইসলাম (ঠাকুরগাঁও)
কবি গাজী মাজহারুল ইসলাম (জামালপুর)
কবি শাহনাজ প্রধান (নরসিংদী)
কবি আরেফিন রব
কবি মিলি বসাক
কবি আসিফুজ্জামান খন্দকার
সাধারণ সম্পাদক : কথাশিল্পী খন্দকার আতিক
সহসাধারণ সম্পাদক : কবি রোকসানা মহুয়া
সহসাধারণ সম্পাদক : মোহাম্মদ বাদশা গাজী
সাংগঠনিক সম্পাদক: কবি শিবির আহমেদ লিটন
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: আনোয়ার হোসেন রনি (সিলেট)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: জিহাদ চৌধুরী (ময়মনসিংহ)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: জহরলাল মজুমদার (বরিশাল)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: কবি শিবু কান্তি দাশ (চট্টগ্রাম)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: কবি সফিকুল ইসলাম আরজু (ঢাকা)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: কামরুল হাসান মৃধা (খুলনা)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: পবিত্র মোহন্ত জীবন (রংপুর)
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: (রাজশাহী)
আর্ন্তজাতিক সম্পাদক : কবি হাসনাইন সাজ্জাদী
আইন বিষয়ক সম্পাদক : কবি শামীমা আক্তার শিউলী
সাহিত্য সম্পাদক : কবি সৈয়দা হাবিবা মুস্তারীন
র্ভাচুয়াল সম্পাদক : কবি শাহীনা নাজনীন এ্যানী
সাংস্কৃতিক সম্পাদক : কণ্ঠশিল্পী রাহিমা আক্তার নীপা
প্রচার সম্পাদক: গল্পকার শেখ নাভীদ আঞ্জুম পরাগ
দপ্তর সম্পাদক: কবি শাহাজাদা সেলিম
পরিকল্পনা সম্পাদক: তাছলিমা আক্তার মুক্তা
কেন্দ্রীয় নির্বাহী সদস্য:
কবি মাজেদা রফিকুন নেছা
নাট্যকার আল মঞ্জুর
কবি আইরিন সুলতানা
কবি খান মাহমুদ
কবি সেতু পারভেজ
কবি মেহনাজ নাসরিন শীলা
কবি দুলালী হক
কবি আব্দুস সালাম চৌধুরী
কবি শফিকুর রহমান বিক্রমপুরী
কবি উম্মে হাবীবা সূচনা
কবি শাহানা হোসেন রানী
কবি আবুল কালাম আজাদ
কবি আনিসুল হক হীরা
শফিকুল ইসলাম আরজু
কবি শেখ শফিক
কবি শফিকুন্নেছা হেলেন
কবি ফাতিমা খন্দকার
কবি শ ম রশীদ আল কামাল, রাজবাড়ী জেলা সভাপতি, ২০২৪-২০২৫
কবি আবদুল কাইয়ূম, কুমিল্লা জেলা সভাপতি, ২০২৪-২০২৫
কবি যাকির সাইদ, মুন্সিগঞ্জ জেলা সভাপতি, ২০২৪-২০২৫
কবি রোকন উদ্দিন ফরিদপুর জেলা সভাপতি, ২০২৪-২০২৫